প্রশ্ন : বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর কোথায় কয়লা খনি বা ক্ষেত্রের সন্ধান পেয়েছে ?
উত্তর :জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আগাইরে ।
প্রশ্ন : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিনে প্রথম ফাজিল (সন্মান) পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ২০১২।
প্রশ্ন : ২০১৩ সালে প্রথম সার্ক বীমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ঢাকা , বাংলাদেশ।
প্রশ্ন : ২৮ র্মাচ ১০১২ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র চেযার’ অধ্যাপক হিসেবে যোগ দেন কে?
উত্তর : করুনাসিন্ধু দাস (ভারত)।
প্রশ্ন : ২৮ র্মাচ ২০১২বাংলা ভাষার অবক্ষয় রোধের উপায় নির্ধারণে গঠিত কমিটিন আহবায়ক কে?
উত্তর : অধ্যাপক আনিসুজ্জামান ।
প্রশ্ন : বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায়?
উত্তর : সৈয়দপুর ।
প্রশ্ন : বাংলাদেশে কমিউনিটি পুলিশিংয়ের উদ্ভাবক কে?
উত্তর : একেএম শহীদুল হক ।
প্রশ্ন : ৭ মার্চ্ ২০১২ নড়াইল জেলার কালিয়া উপজেলায় কোন ইউনিয়নটি গঠন করা হয়?
উত্তর : পাঁচগ্রাম ইউানয়ন, আয়তন ১২.৫ বর্গ্ কি.মি. ( এ নিয়ে উপজেলাটির ইউনিয়ন হলো ১৪ টি)।
প্রশ্ন : চট্টগ্রাম প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৮ মার্চ্ ২০১২, মূল দৈর্ঘ্য ৯৭৮ মিটার, স্প্যান ৩২ টি।
প্রশ্ন : বাংলাদেশে নির্মিত সর্ব্ বৃহত জাহাজের নাম কি?
উত্তর : এনজিয়ান।
প্রশ্ন : শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
প্রশ্ন : প্রচলিত ধারায় কতটি ব্যাংক আছে?
উত্তর :১৭ টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পুবালী, এবি,সিটি, ঢাকা, প্রিমিয়ার, ট্রাস্ট, এইচএনবিসি, স্ট্যান্ডার্ড্, প্রিমিয়ার, ট্রাস্ট, যমুনা, ব্যাংক এশিয়া প্রভৃতি।
প্রশ্ন: ২০১২-১৩ শিক্ষাএর্ষে কোন বিশ্ববিদ্যালয়ে ‘সমুদ্রবিঞ্জান’ বিভাগ (Department Oceanography) চালু করা হয়েছে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।
|
Comments